DEHLIJ

আলমগীর মালেক

নদী

আলমগীর মালেক


নদী বয়ে যায়
কোথাকার কোন ঝর্ণামেয়ের
পিছে রেখে যায় শুধু গান, শুধু কলতান!

অন্তরে আকাশ তার
দুই ধারে গাছেদের হরিৎ হৃদয়
কখনো ধূসর উচু পাড়
জলশালিখের নির্মল ভালবাসা
শাশানঘাটে জ্বলে ওঠা চিতার আগুন
দুই ধারে কাশফুল
শুধু ভুল, শুধু ভাঙ্গাগড়া ভুল রেখে যায়!


কখনো কোমলতাহীন ইট-কাঠ,
ভালবাসার স্মৃতির স্মারক সুরম্য অট্টালিকা, কাঠকাটা কল-
বয়ে যায় শুধু খলখল- যৌবনা তরুণীর মতো উচ্ছল, চঞ্চল!


দু'চোখে আশা তার
কখন পাবে সে বিশালতা, রঙ্গিন ট্রলার,
সাগরের সাথে মিলেমিশে একাকার
নদী তাই বয়ে যায়
পিছে রেখে যায় শুধু গান, শুধু কলতান।




অনুভূতিহীন





বোধের উষ্ততা দিয়ে হৃদয়ে লিখেছে যে যুবক-
'বিপ্লব দীর্ঘজীবী হোক'
সে এখন পুঁজির পদতলে সপেছে জীবন ।
শ্রেণি ভুলে, সংগ্রাম ভুলে, মানুষের মৌলিক অধিকার ভুলে
সে এখন নিজেকে নিয়েই ব্যস্ত ভীষণ ।
এখন সে ঘড়ির কাটায় ঘুরপাক খায়
নাকাল সকাল আর শ্রথ সন্ধ্যায়!
বোধহীন, অনুভূতিহীন হতে হতে
কিন্তূত ব্লীবে পরিণত সে।
স্বজন-সুহদ ছেড়ে
এখন সে একক অস্তিত্ব যেন এক।

দক্ষিণে যাবে না তাই উত্তরে বেধেছিল ঘর
অতঃপর, দাসত্বের শেকল পড়ে বেমালুম গেছে ভুলে
কে আপন, কে যে তার পর।

এই যে এত দুঃখ, এত ক্লেশ, এত হাহাকার
রোগ-শোক, মহামারী, অনাহার
মসনদ লোভে কপট কৌশল,
নিশিরাতে ভোটের ভেক্কিবাজী- কিছুতেই আর
যায় আসে না তার
সে এখন নিরেট পাহাড়!








No comments

FACEBOOK COMMENT