সজল দে
আমি বাঙালী শিশু
সজল দে
এ কেমন যুদ্ধ!
শিশুর রক্তে লেখা দলিল বন্ধক রেখে
রক্ত স্রোতে ভেসে যাচ্ছে প্যালেস্টাইন।
কোথায় তোমার বিশ্ব মানবতা
কোথায় তোমার জাতিসংঘ
কোথায় তোমার দুগ্ধ প্রেম
নিমিষেই সব ভুলে চুমুক দিচ্ছো
ক্ষমতার গ্লাসে?
রক্তে এলকোহল বৃদ্ধি পেলে
পিপাসা যায় বেড়ে..!
ক্ষমতার পিপাসায় গিলে খাচ্ছো
শিশুর স্বপ্ন, গিলে খাচ্ছো স্বপ্নের শিশু, গিলে খাচ্ছো শিশুর পৃথিবী?
এতো প্রশ্নের উত্তর এড়িয়ে তুমি ধর্মের ধোঁয়া ছুঁড়ে
চোখ বন্ধ করে গ্লাসে গ্লাসে গিলে যাচ্ছো শান্তির জল
আর বলে যাচ্ছো শিশুরা আগামী দিনের ভবিষ্যত!!!!
বৃক্ষ প্রেম
বেঁচে থাকার বাস্তবতায়
সময়ের চোরা পথে
বিলীন হওয়া অজস্র বিচ্ছেদ সংযুক্ত
মিলনের তীব্রতায় মেলে বৃক্ষ প্রেম।
পুড়ে যাওয়া কামনার চিহ্ন
ব্যর্থতায় উদাসীন সীমাহীন।
নারীর বাসনার অঙ্গীকার ভেঙে গেলে
পাষাণ পাঁজরে চালাতে হয় ব্যাথার চাকু।
মূলত সব কিছু পূঁজি কেন্দ্রিক
বলেই সরলতাও পূঁজি হয় পথ পরিক্রমায়
ভালো আছি, ভালো থেকো, হাসি-কান্নায়...
জলপাত্র
শূন্য রসা মৃত্তিকা,
যে পাত্রে তুমি পান করো
সে পাত্রে কেনো
আমার তৃষ্ণা নেভাতে গেলে?
এখন আমি অনন্ত তৃষ্ণায় কাঁপি থরথর!
উড়ে আসা বৃক্ষ ; কতটুকু বসেছি জুড়ে
ঐ চপল চেতনায় কতটুকু গিয়েছি গেড়ে?
সাধু
শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে
মাছেরা কবে সাধু হয়ে গেলো
সেই থেকে সন্যাসীরা আর মাংস ছূঁয় না.....!
স্বাধীনতার গান
শাদা প্রজাপতি
হলুদ ফুলের দিকে উড়ে এসে থমকে দাঁড়ালো!
নীল মাছি যখন ঝাঁক বেঁধে গেয়ে উঠলো
স্বাধীনতার গান,
তখন অপমানে মুর্ছা গেলো মালি,
বিলুপ্তপ্রায় শকুন এখনো দেয় তালি।
Post a Comment