DEHLIJ

অঞ্জনা সাহা

মাটির স্বর্গ

অঞ্জনা সাহা




এই যে স্বচ্ছ ঝরনাধারা পাহাড় বেয়ে নেমে আসে 
সমতল ভূমির বুকে-
এখানে বয়ে চলে যেন মন্দাকিনীর স্রোত।
দৃষ্টির ভ্রমর ছুটে যায় সেই মধুমতির
বর্ণিল কতো বৃক্ষশোভিত সারি সারি গাছের মায়ায়! 
আমার হৃদয় স্বর্গসুধায় ভরপুর হয়ে থাকে—

যেন তার শোভন-সুন্দর রূপ
আমাকে নিয়ে যায় পারিজাত-বনে।
আমার ইহকাল-পরকাল সঁপে দিই তারই পদমূলে।
হেমন্তের অরণ্যে যেখানে পাতায় পাতায়
মাখামাখি আলোর কুসুম,
সন্ধ্যার আকাশে ঝরে পড়ে স্নিগ্ধ শিশির,
সবুজ মাঠের ঘাস ভিজে ওঠে,
ভিজে ওঠে বন-বনান্তর— আর তার মোহন শরীর।

কতো বিচিত্র পাতা খসে পড়ে;
আমি তাদের খুব সন্তর্পণে বুকের কোটরে
জমিয়ে রেখে দিই—

যেখানে প্রাণের স্পন্দন–রাতশেষে
সেখানেই বেজে ওঠে আনন্দভৈরবী।

No comments

FACEBOOK COMMENT