DEHLIJ

শাহনাওয়াজ প্রামানিক সুমন

পুনর্ভবা

 শাহনাওয়াজ প্রামানিক সুমন



শৈশবেই হারিয়ে যাওয়া নদী তুমি,

বহুকাল আগে ভিন্ন হয়েছে আমাদের গতিপথ

জীবনের বাঁক বদলে বদলে

তুমি ছুটে চলেছো বলগা হরিণীর মতো-

গোপন অভিসারে ।

তোমার উচ্ছ্বলতা, প্রবল প্রবাহ-

পৌছে দিয়েছে তোমাকে তোমার অভিষ্ট লক্ষ্যে!


আমিও গড়াতে গড়াতে দীর্ঘ যুদ্ধপথের বাতাস কেটে কেটে

জীবন সায়াহ্নে এক অচেনা জনপদে এসে উপনীত আজ-

দিনাজপুর থেকে রহনপুর

মাঝে পেয়েছি বহুদূর, বহু বসন্ত...


অবশেষে দেখা হলো পুনর্বার,

এখনো তুমি সেই দুরন্ত-দূর্বার !

আমি তো চিনেছি বন্ধু

তুমি কি চিনেছো আমায়

হলো না আলাপন, হলো না পরিচয়

আজনা ব্যস্ততায় তুমি মিলিয়ে গেলে মহানন্দায়!


আর আমিও হারিয়ে গেলাম মহাকালের অসীম শূন্যতায় ।



মা'র কাছে যাবো


যখন মা'র কাছে ফিরে যাচ্ছি

তখন আমি নিঃস্ব প্রায়

অনন্ত প্রস্থানে মানুষ যেভাবে

ঈশ্বরের কাছে ফিরে যায়!


ধরণীর ধুলোয় পড়ে থাকে

জাগতিক যত অর্জন

সব মায়া, প্রেম-ভালোবাসা-

অর্থ-বিত্ত-উপার্জন!

ক্ষমতার মোহ, প্রবল প্রতিপত্তি

অহংকার আড়ম্বর

সব মিশে যায় বিস্থৃতির অতলে

স্বজন হয়ে যায় পর!


কেবল ফিরে যায় দেহহীন প্রাণ

পড়ে থাকে সব অর্জিত সম্মান!

স্বর্গ অথবা নরক

ঈশ্বরের দুটো বিকল্পই আছে

মা'র আছে কেবল মমতা

ভিন্ন কিছু নেই তার কাছে।


 


No comments

FACEBOOK COMMENT