আনোয়ার কামাল
ঝরা পালকের গাঙচিল
আনোয়ার কামাল
জানি কিছুই হয়তো বলবে না
তবুও জমে থাকা মধুর স্মৃতিগুলো
উপেক্ষা করে কীভাবে ফিরে যাবে
কিভাবে কোথায় গিয়ে ভিড়াবে নোঙর
বালির আস্তরণ ভেদ করে বেরিয়ে আসছে
রঙিন ছবির মতো এ্যালবাম।
গাঙচিলের ঝরে পরা পালক
সাগরের উত্তাল ঢেউয়ে ঢেউয়ে
খুঁজে ফেরে প্রেয়সীর কান্না
জোয়ার ভাটায় ভেসে ভেসে
বেদনায় ঘর বাঁধার বুনো স্বপ্ন বোনে।
Post a Comment