DEHLIJ

আনোয়ার কামাল

ঝরা পালকের গাঙচিল

আনোয়ার কামাল




জানি কিছুই হয়তো বলবে না

তবুও জমে থাকা মধুর স্মৃতিগুলো
উপেক্ষা করে কীভাবে ফিরে যাবে
কিভাবে কোথায় গিয়ে ভিড়াবে নোঙর
বালির আস্তরণ ভেদ করে বেরিয়ে আসছে
রঙিন ছবির মতো এ্যালবাম।

গাঙচিলের ঝরে পরা পালক
সাগরের উত্তাল ঢেউয়ে ঢেউয়ে
খুঁজে ফেরে প্রেয়সীর কান্না
জোয়ার ভাটায় ভেসে ভেসে
বেদনায় ঘর বাঁধার বুনো স্বপ্ন বোনে।

No comments

FACEBOOK COMMENT