মীর্জা জসিম উদ্দিন
ঈশ্বর ও মানুষ
মীর্জা জসিম উদ্দিন
অদৃশ্য ঈশ্বরের সন্ধানে ছুটে চলা
পৃথিবীর তাবৎ মানুষ কি ভুল করে;
ঈশ্বর খুঁজে? ঈশ্বর খুঁজতে বাধ্য হয়
আমিও ঈশ্বর খুঁজি! ঈশ্বর ভজি!
তবে অদৃশ্যে নয়...
মানুষ
ধর্মশালায় ভিড় বাড়ায়
ঈশ্বরের প্রেম প্রেম খেলায়
হাসপাতালে নুয়ে পড়া মানবতা
কেউ খুঁজে দেখি না। তবু্ও...
ঈশ্বর পুঁজি মানুষ ভজি না।
আমার ঈশ্বর
মমতাময়ী মায়ের আঁচলে
ঈশ্বর আছে। ঈশ্বর...
কৃষক শ্রমিক দিনমজুর
মেহনতি মানুষের অন্তরে।
ঈশ্বর আছে ;
প্রেমিকার খোঁপার বাঁধনে।
লজ্জায় অবনত পতাকা আমার
স্বদেশ
এই ভূম আমার হতে পারে না
নিত্য খুন, ধর্ষণ আহাজারি কান্না।
বীভৎস এই বেঁচে থাকা আমার
আহা! ঘেন্না ধরে গেছে ঘেন্না!
গলিত গণতন্ত্র
লোভাতুর রাষ্ট্রের...
জংধরা প্রগতির ঝাণ্ডা
মৃত-অর্ধমৃত গলিত গণতন্ত্র
উন্নয়নের বুলি আওড়ায়।
লজ্জায় অবনত পতাকা আমার
জেগে ওঠো ঘুণে ধরা বিবেক
আর কত সইবে নীরবে।
সমাজের মাথায় পচন ধরেছে
সাধের মানচিত্র সংকুচিত।
লজ্জায় অবনত পতাকা আমার
কাঁটাতারে আবদ্ধ ভূমি।
জাতিসত্তা বিক্রি করে দিয়েছি
সেই প্রভু রাষ্ট্রে হাতবন্দি।
স্বদেশ আমার স্বর্গরাজ্য ছিল
আজ কেন সে মৃত্যুপুরী?
Post a Comment