নাসের ভূট্টো
মানসিক বিষয়ক কবিতা
নাসের ভূট্টো
সময়ে- অসময়ে আমার নিরীহ চোখদেখা মাত্রই যে তুমি হয়ে ওঠো সন্দেহপ্রবন!সে তুমি'র চোখে চোখ রেখে অবাক বিস্ময়েভাবি,গতকালের মেয়েটি ধীরে ধীরে কী করেমানসিক বিষয়ক দৌড়ের উপর আছে।
অথচ মানসিক বিষয়ক উপদেষ্টার অভাব নেইআমাদের দেশে।
কুয়াশাচ্ছন্ন সভ্যতা
ঐ যে জোব্বা পরিহিত শক্তিশালী মুখমন্ড়ল
যার মুখোশের অন্তরালে বিশুদ্ধ বদমাশ
বৈষম্য সৃষ্টি করে প্রতিনিয়ত পরিবার,সমাজ।
নিজে জ্বলে, জ্বালায় পুড়ো জমি- মনোভূমি
সে আসলে ধার্মিক নয়
ধর্মই তার একমাত্র পুঁজি।
কবি ও নবী বিশেষ মানুষ হলে পুরাণ লজ্জ্বিত হয়
সীমাবদ্ধতার হাঁড়ি হাটে ভাঙ্গে কলহে কসরতে
কেননা, অপাঠ মুর্খদের সাথে ধর্মযাজকের
হাটু সমান খাতির।
জারজের জন্মবৃত্তান্ত নিয়ে আমরা আর ভাবিনা
কেননা, হিটলার একাই সৃষ্টি করেছে হাজারো ভাবুক।
Post a Comment