DEHLIJ

শামীম হোসেন

খাচার স্মৃতি

 শামীম হোসেন



আহত ফাগুনে লাল হয় বুকের শিমুল

আদি জোছনায় নাচের মুদ্রা ভুলে

ফাটে ধ্বনিহারা পায়ের গোড়ালি


ভোরের দুধশাদা কিরণে

চোখ মেলে কাকাতুয়া পাখি

উড়াল সেতুতে ঝুলে থাকে খাঁচার স্মৃতি 



ক্ষয়


সুতো দিয়ে বাধা আছে হাত

কুঠার দিয়ে জল কাটার গল্প

পুরোনো অনেক । অন্ধ বিনয়ে

নত হবার আগে ভেবে দেখো


লাল রিবনে বোঝা যায় না রক্তের দাগ!



No comments

FACEBOOK COMMENT