ভুবনেশ্বর মন্ডল
দৃশ্যেরা হাঁটছে অসীমে
ভুবনেশ্বর মন্ডল
দৃশ্যেরা দ্রুততম হাঁটছে অসীমে
এই জনপদ হাট বাজার সংসার
চলেছে হেঁটে নিজেদের মতো
কোন দিকে ভ্রুক্ষেপ নেই মায়া নেই
যেন চলমান এক মহানগর
উজানের স্রোত ভেঙে উৎসে ফেরা অসম্ভব নিয়তি
আমরা কেউ ফিরি না কোনদিন
আসলে ফেরা যায় না
ফেরা বলে কিছু নেই
যেটুকু ফিরি সে কেবল ছলনা শিল্পের মায়ালোক
সরল আদিম জটিল আবর্তে বহুকোষী
দৃশ্যেরা পেরিয়ে যায় গ্যালাক্সি অন্য সৌরলোক
নস্টালজিয়া তো প্রেতের শ্মশান
দৃশ্যেরা হাঁটছে অসীমে আমরা নিত্য জায়মান ।
Post a Comment