DEHLIJ

ভুবনেশ্বর মন্ডল

দৃশ্যেরা হাঁটছে অসীমে

ভুবনেশ্বর মন্ডল




দৃশ্যেরা দ্রুততম হাঁটছে অসীমে
এই জনপদ হাট বাজার সংসার
চলেছে হেঁটে নিজেদের মতো
কোন দিকে ভ্রুক্ষেপ নেই মায়া নেই
যেন চলমান এক মহানগর
উজানের স্রোত ভেঙে উৎসে ফেরা অসম্ভব নিয়তি
আমরা কেউ ফিরি না কোনদিন
আসলে ফেরা যায় না
ফেরা বলে কিছু নেই
যেটুকু ফিরি সে কেবল ছলনা শিল্পের মায়ালোক
সরল আদিম জটিল আবর্তে বহুকোষী
দৃশ্যেরা পেরিয়ে যায় গ্যালাক্সি অন্য সৌরলোক
নস্টালজিয়া তো প্রেতের শ্মশান
দৃশ্যেরা হাঁটছে অসীমে আমরা নিত্য জায়মান ।

No comments

FACEBOOK COMMENT