DEHLIJ

রোকেয়া ইসলাম

এপিটাফে নিবেদিতা

রোকেয়া ইসলাম



নিবেদিতা
অন্তরালে অব্যক্ত জাতিস্মর
আকন্ঠ ডুবে যাই অগাধ জলে
শ্রাবণ ধারাপাত আকাশের স্বপ্নজ্বর
মেঘলোকে শুনিয়েছিলে জোছনার নামতা..


চোখ রাখি জীবনের অসমাপ্ত কাব্যে
দীর্ঘকাল মহুয়া মাতাল আজন্ম পাঠে
সেই চেনাজানা মানুষের গল্প
গোধুলির গায়ে ছিল না আমন্ত্রণ লিপি
তবুও বাড়িয়ে থাকি পা,
সহস্রাধিক প্রাণের অন্ধ বাতাস কাঁদে
শুনেছো নিবেদিতা?


ধ্বনি মেঘ হয়,বাতাস আর কুয়াশায় দূর প্রাঙ্গণে
ভাষা বৃক্ষে নবীন পাতার ঘ্রাণে তৃষ্ণার্ত বৃষ্টি
অনিন্দ্য মুদ্রণ ঠোঁটে ভেসে যায় -স্বপ্ন
নদী তটে সাত সমুদ্রের অজস্র পথরেখা
আইরিশ জল রঙে নিবেদিতার বিষন্ন দৃষ্টি....


জলের উপর আলোর প্রক্ষেপণ -তুমি নিবেদিতা
চিত্রকলায় শুদ্ধ বিলাবল সঙ্গীতে গৌড়ীয়
সাহিত্য মাটিগন্ধা ফাগুন
মেঘ সিক্ত আকাশ ডেকে যায় মনের গহীনে
কি নাম? কি পরিচয়?বাগবাজার ফিরিঙ্গি দুহিতা...




এসো গোলাপ ফোঁটাই
ভারতবর্ষের এককোণে-এই শহর কলকাতায়
এ যেন গত জন্মের বাস
স্পর্শে বিজরিত পথচলা যতটুকু ছিল আত্মায়, ঢেলে দিলে ততোধিক
নিবেদিতার দীর্ঘশ্বাস....


গঙ্গাজলে ধুয়ে গেছে সাবেকি কিছু অভিমান
হ্যালোজেন বাতিতে ভোর নেমে আসে--প্রতিজ্ঞা ধর্মোপসনা
ত্রিভুবন এফোড় ওফোড় খুঁজি বিবেকানন্দ বাণী, আশ্রিতের হাতছানি
মানব প্রেমে পূজিতে অনন্ত ঈশ্বর
ব্যাক্ত, অব্যক্ত পথচলায় -
আজ এপিটাফে নিবেদিতা অজানা....


শরতের গল্প অন্য শরতে

 
অন্যমনস্ক বিস্মৃত প্রায় শরতের পুনরাবৃত্তি হয়
ধুলো ঝেড়ে যত্ন করে ফিরে আসে অচেনা কিশোরী
যখন নিরালা একা ও আমি শিউলি ঝরা ভোরে
ভেবে নেই -বয়স এক সংখ্যা মাত্র
ভেতরের সব প্রেম জড় করি সারাটা দুপুর জুড়ে...


হাঁটাছি সব চেনা পথ হারিয়ে একাকি
ঐ দূরে সমুদ্রের মতো কাশবন
শ্বেত সখ্য ফুলের সাথে বাতাসের মাখামাখি
যেন কত বছরের ভালবাসাবাসির ঘর সংসার ; যাপন....
হাঁটছি. নিরেট প্রেমটুকু সম্বল
সবুজ বিকেল ছুঁয়ে ফেলে ধুসর সন্ধ্যা
সমুদ্রের বুকে আলবাট্রসের ছায়া নেই
দূরের কাশবন কাছ এলে বড্ড ফাঁকা
ম্লান হয়ে চেনা পোট্রের্ট ম্লান এই লোটাকম্বল


উত্তরা পেরিয়ে মিরপুর ছাড়িয়ে দিয়াবাড়ির আমন্ত্রণে
পুরোটা শরত জুড়ে দুঃসহ প্রতীক্ষায় ছিলাম
-- আসোনি
তোমার না আসা শরত মুখ লুকিয়েছে অন্য শরতে
বুঝতেই পারিনি ভালবাসনি






নন্দনালোকে সে এক অসমাপ্ত অপেক্ষা
তোমার আসার কথা ছিল বিকেলে আকাশের এক মুঠো নীল শার্টে
আমার খোঁপায় সাদা মেঘ রঙা রোদ্দুরের ফুল
আমাদের সে টার্ম পুরোটাই অপ্রাসঙ্গিক
ভুলে যাওয়া ডাক নীলা
সে পথ হারিয়ে বহুদূর, সিলগালা


অতঃপর
খুলে দেয়া ঈশ্বরের দ্বার ছুঁয়ে নেমে আসে অরফিয়াস।
না আমার স্বপ্ন দেখা মিথ্যে আমার ভাঙা ঘর।
অরফিয়াস সব সত্য অঙ্গিকারের বাহনে তুলে নেয় প্রেম হারানো আমাকে।


একজীবন

 


সূর্যের সীমানায় দিনের নৃত্যকলা
সমাপনী পর্দায় হাত নাড়তেই
নেমে আসে ঝুমঝুম নিশি-পরী


রাত ছুঁতে পারেনা দিনের রুপালি আঁচল
দিনও মগ্ন বিরহে উপোসী রাতের
রাত আর দিনের এই ছোঁয়া- না- ছোঁয়ায়
আমাদের একজীবন।


জানি আমাকে ছোঁয়ার সাধ্য তোমার নেই
আমার করতলে রাত আছে দিন আছে, শুধু তোমার স্পর্শ ছাড়া..

No comments

FACEBOOK COMMENT