DEHLIJ

নজমুল হেলাল

মুজিব মরে নাই মৃত বলোনা তাঁকে

নজমুল হেলাল




যে জাগায় সে ঘুমায় না
যে প্রেরণা
যে শক্তি সাহস আলোকবর্তিকা
তাঁকে মৃত বলতে নেই।

যদি মৃত ভেবে অযৌক্তিক তৃপ্তি খোঁজো
অন্যায় হবে -
বীজমন্ত্র মরে গেলে কী থাকে আর ?
মুজিব মরে নাই ! মৃত বলোনা তাঁকে !

অধর্ম নাশক শোষকের কাছে ত্রাস
বৈষম্যের দেওয়াল ভেঙে ভেঙে
উন্মুক্ত আকাশ যে দ্যায় রঙিন ক'রে আজও
স্বপ্নভরা হৃদয়েের সৃষ্টিশীল চঞ্চল আকাশ -
তাঁকে যারা মৃত বলতে চায়
তারা বোধ হয়
ইতিহাস পড়েনি মানুষের -
দাবানল থেমে গেলে।।
অরণ্যের জেগে ওঠা
চির সবুজ দ্যাখেনি আজও
ধ্বংস স্তুপের ভেতরে লুকিয়ে থাকা তারুণ্য
দ্যাখা হলো না তাদের৷!

অবহেলা অমর্যাদা অনাদর
যাঁকে দুর্বল করে না
জাতি আর জাতির কণ্ঠস্বর
অভিন্ন নক্ষত্র হয়ে ওঠে
দেশ দশ আর পতাকার বিকল্প যিনি
তাঁকে কেন মৃত বলার দুঃসাহস দ্যাখাও ?
এ্যাখন যে মুজিব বেঁচে আছেন
অন্তরে অম্লান
সে মুজিব মরে নাই মৃত বলোনা তাঁকে !

বঙ্গ ছাড়িয়ে মানববন্ধু প্রেরণা বিশ্বময়
দুর্নীতিবাজদের চোখে জীবন্তআতঙ্ক আজও
ধর্ষক লুটেরাও জানে
বিজয়
মানে
মুজিব
স্বাধীনতা মানে মুজিব
মুক্তি
মুজিবের
আরেক নাম
মুক্তি বাহিনী
মুক্তিযোদ্ধার এক একটি লাল গোলাপ
প্রতিবাদের মশাল যেন
মুজিব ছাড়া আর কিছু নয়
আজও অহঙ্কার আমাদের
কোটি কোটি জনতার !

মুজিব রাঙা ফুল সুবাসিত
মুজিব মর্মমূল চেতনার
ভাষা আশাতে দেশপ্রেম
মানুষে মানুষে ভালবাসাতে
বাতিঘর জাতিস্বর মুজিব
এ্যাখনও স্বপ্ন দ্যাখায়
অমর কবিতা লেখায় মুজিব আমাদের
মৃত বলোনা তাঁকে মুজিব মরে নাই
মুজিব চেতনায় !


সুমহান শব্দ


আমরা একটা শব্দকে কাছাকাছি টেনে এনেছি, খুব কাছাকাছি।
আমাদের সুখের ভেতর, আমাদের দুঃখের ভেতর
আমাদের বুকের ভেতর থেকে থেকেই
আপাদমস্তক আমাদের আন্দোলিত করে তোলে যখন তখন
আমরা এ রকম একটা অনন্য শুভ্র শব্দকে কাছাকাছি টেনে এনেছি
খুব কাছাকাছি

এই শব্দটাকে মাটির ভেতরে ভেতরে চেপে রাখলে
গাছ হয়ে বেরিয়ে শাশ্বত সূর্যমুখী ফুল ফুটায়
রত্নাকরের অতল গভীরে ফেলে দিলে কখনো
ডুবুরীর হয়ে ওঠে প্রথম আকর্ষণ
এ রকম একটা শব্দকে অন্তহীন নীলাভ আকাশে ছুঁড়ে দিলে
আকাশ পারে না বিধ্বংস করতে কখনো
আমরা এ রকম একটা লালায়িত শব্দকে কাছাকাছি টেনে এনেছি
খুব কাছাকাছি

অতন্দ্র প্রহরীর মতো আদি সৃষ্টির অন্তরালে এই শব্দটা কাজ করে যায়
অন্যরকম বেঁচে থাকার অকৃত্রিম মোহের মূলে এই শব্দটা
অন্যরকম কণ্ঠস্বরের মূলে এই শব্দটা
অন্যরকম দৃষ্টির মূলে এই শব্দটা
অন্যরকম ভাবনার বেদিমূলে এই অন্যরকম শব্দটা
মানুষের নিঃশব্দ অহঙ্কার
এ রকম অন্যরকম একটা শব্দকেই আমরা কাছাকাছি টেনে এনেছি
খুব কাছাকাছি।

এ রকম একটা অপূর্ব শব্দের শাশ্বত সুঘ্রাণেই
আমরা অন্যরকম এক প্রাণী
এর জন্ম হয় জন্মগত অম্লান ভালোবাসার প্রস্ফুটিত ফুলে
এ রকম একটা সুমহান শব্দ ঐ নীলাভ আকাশে ছুড়ে দিলে
আকাশ পারে না বিধ্বংস করতে কখনো
এ রকম একটা শব্দকেই আমরা কাছাকাছি টেনে এনেছি
খুব কাছাকাছি
এর দূরত্ব যেমন ফুল থেকে ঘ্রাণের
দেহ থেকে প্রাণের
মন থেকে মাধুরী
এ রকম একটা গর্বিত শব্দকে আমরা কাছাকাছি টেনে এনেছি
খুব কাছাকাছি
এ রকম একটা শব্দেই শুধুমাত্র একটা শব্দেই
সশব্দের পঙ্কিল পদচারণায় সফল প্রতিবাদের পাথর ছোঁড়ে
জ্বলন্ত ভিসুভিয়াস, ফুজিয়ামা কিংবা তেজঃময় সূর্যের মতো
ক্ষুদ্র উত্তাপ নিয়ে এই ভয়ঙ্কর সুন্দর শব্দটার আবির্ভাব নয়
যেন সফল সংযমের বাঁধনে বাঁধা সীমাহীন উত্তাপ

অক্ষয় অমরের জাতভাই এই সাধের শব্দটা আমাদের,
ত্যাগী রক্তের গোলাপ ফুটিয়ে চিরায়ত বঞ্চনার চাদর ছিঁড়ে ছিঁড়ে
এ রকম একটা শাশ্বত সুন্দর শব্দকে খুব কাছাকাছি টেনে এনেছি
খুবই কাছাকাছি
অনির্বাণ দীপ্তিমান এ রকম একটা শব্দ ত্যাগে কষ্টহীন করে তোলে
ত্যাগে কষ্টহীন ক’রে তোলে
কষ্টহীন ক’রে তোলে
এ রকম একটা অতি জরুরি অনিন্দ্য শব্দের নাম, স্বাধীনতা 
আমাদের প্রাণের স্বাধীনতা 

No comments

FACEBOOK COMMENT