DEHLIJ

সোয়েব সাঈদ

চাঁদ তাঁরা

সোয়েব সাঈদ





নিঝুম রাতে চাঁদ তারা সব
জ¦লে ক্ষণে ক্ষণ
চাঁদ তাঁরাদের কথা ভেবে
উদাস হলো মন।

কোন দেশেতে থাকে তাঁরা
কোথায় চাঁদের বাড়ি
নিত্য রাতে ঐ আকাশে
কার সাথে দেয় আঁড়ি।

আমরা যখন ঘুমিয়ে পড়ি
চাঁদ যে থাকে জেগে
রাতের শেষে যায় লুকিয়ে
কার সাথে বল রেগে।

চাঁদ তাঁরা যেই জ্যো¯œা মেখে
দূর আকাশে ভাসে
বন বনানী সাগর নদী
তাই অপরূপ হাসে।


নিনি আর জোনাকি



নিনি আর জোনাকি
এক সাথে চলে
কাঁধে থাকে বই ভরা
কাপড়ের থলে।

নিনি আর জোনাকি
যায় রোজ কলেজে
পড়া আর দুষ্টামি
রাখে তারা নলেজে।

নিনি শুধু বাবেবারে
চুন দিয়ে পান খায়
জোনাকি তো আনমনে
বেশ ভাল গান গায়।

নিনি আর জোনাকি
যেন একই প্রাণ
তবু তারা নিত্য
করে অভিমান।


জীবন গড়া



আজকে যারা ছোট্ট শিশু
স্কুলেতে পড়
বলছি শোন সবার আগে
নিজের জীবন গড়।

গড়তে হলে জীবনটাকে
দাও পড়াতে মন
লেখাপড়াই সবচে দামি
নয়তো টাকা ধন।

মাঝে মাঝে পড়ে নিবে
নানান জ্ঞানের বই
বই মানে তো জ্ঞানী হয়ে
উচ্চে উঠার মই।


একুশ মানে



একুশ মানে আগুন ঝরা
ফাগুন মাসের গান
একুশ যেন রক্তে রঙিন
বাংলা ভাষার প্রাণ।

একুশ মানে বিউগলে
বেজে উঠা করুন সুর
বসন্তেরই কোকিল ডাকা
শিমুল ফোটা একটি ভোর।

একুশ মানে বাংলা মায়ের
রক্তে বর্ণ পড়া
বীর শহীদের রক্তবানে
একুশ তুমি গড়া।

একুশ মানে ভাষার লাগি
দামাল ছেলে প্রীতি
তাইতো একুশ তোমায় আজি
বিশ^ দিল স্বীকৃতি।



কষ্টে পাওয়া স্বাধীনতা



স্বাধীন মানে নয়কো জানি
অণ্যে আঘাত হানা
স্বাধীন মানে শূণ্য খাঁচা
মুক্ত পাখির ডানা।

স্বাধীন মানে নয়কো শোন
ইচ্ছে মতো চলা
স্বাধীন হলেই যাবে নাকো
মন্দ কথা বলা।

স্বাধীন মানে নয়কো জানি
নিঃস্ব গরীব দলা
স্বাধীন মানে নির্যাতিতের
পক্ষে কথা বলা।

স্বাধীনতা হয়নি কেনা
লাখো টাকার বিনিময়ে
স্বাধীনতা কষ্টে কেনা
সাগর সম রক্ত দিয়ে।

স্বাধীন মানে সুখের আবাস
মাতৃভূমির বাঁধন
স্বাধীন বলেই আজকে মোরা
সব মানুষের স্বজন।


No comments

FACEBOOK COMMENT