DEHLIJ

মুক্তি মণ্ডল

তিনটা কবিতা

মুক্তি মণ্ডল



পাখি প্রদর্শনী


লৌহফুলের ওপর পাখি বসে আছে
পাখির ডানার ‘পরে
ঝরে পড়ছে আকাশী রং
এই দৃশ্য দেখছে
শ্রেণিবিভক্ত মানুষের ঢল

স্মৃতিহারা


তার স্মৃতি নাই
নিঝুম আঁধারে
কান পেতে শোনে
নদীর-বিলাপ

মাটির ঘ্রাণে জাগে
দেখে দূর তারায়
আছে সহজ প্রেম
বাঁকা হাসির মতো

ভাসছে নিরুদ্বেগ
তৃষ্ণা-কাতর দেহ

সে স্মৃতিহারা
তারও আছে
রক্তের গভীরে
মেঘপুঞ্জ, তারা

প্রাচীনপন্থী


প্রাচীনপন্থী
প্রণয়ীর কাছে যাব
জংলি ফুলের নাগাল
পাব কি না জানি না
তবু তারা ডুবে যাওয়া পথে
যদি দেখা হয়
নির্জন জল রঙে নত হয়ে
ডানা খুলে দাঁড়াব আবার
সবুজ অরণ্য পার হয়ে
থিতু হব
প্রণত টিলায়

No comments

FACEBOOK COMMENT