DEHLIJ

মুজাহিদ আহমদ

তোমার শহরে প্রেম নামুক

 মুজাহিদ আহমদ



এখনো কি তোমার শহরে প্রেম নামে আষাঢ়ের বৃষ্টির মতো মুষলধারে?
খোঁপা-খোলা সিল্কি চুলের মতো পিঠ বেয়ে,
টোলপড়া গাল বেয়ে কাজলমাখা জল এখনো কি ঝরে- প্রেম-টলমল।
তুমি প্রেম দিয়ে ফুল বানাও।

যশোর রোড়ের বয়স্ক শিরিষ বৃক্ষটিরও কি জ্বর আসে-
তোমার মতো প্রেমে ভিজে। বৃক্ষ দেখি তরুণের মতো মনেপ্রাণে-
সবুজ সতেজ শরীর কাঠামো। মেঘের সাথে আলিঙ্গনে-
ভরা আষাঢ়ের প্রেমে। বাহুবন্ধনী ধারা-জলের; বৃষ্টিফুলের।

একঝাঁক সাদা রাজহাঁস ক্ষেতে-
জলে ডুবিয়ে কাঁচা-হলুদ-রঙা ঠোঁট।
তুলে আনছে অমূল্য চুম্বন জলের ভাঁজ চুষে।
তারাই বুঝি প্রকৃত প্রেমিক- থৈথৈ প্রেম মৌসুমে।

তোমার শহরে প্রেম নামুক-
ফুটুক বর্ষার জলে জবুথবু জবা ফুল-
খুনসুটি করুক জোড়া তোতা-
ভিজুক প্রেমে; মধ্যরাতের হুলুস্থুল বরিষণে। অদৃশ্য আলিঙ্গনে।


সবুজ পাতা-রঙ


যেন ঝড়-বৃষ্টির ছাউনি, মখমল হাওয়ার দেওয়াল।
সবুজ পাতা-রঙ কারুশিল্পে ভেসে ওঠলো এক সোনালী প্রাসাদ দূর ঐ বনভূমে।
লাউয়াছড়া যেতে, পথে।

মেঘের ছায়া ভাসছিলো পুরোটা সবুজ বনে।
কাঁপছিল সবগুলো দুধ গাছ-যতদূর চোখ যায়।
ছোটো ছোটো পাতায় ভরা চা-বৃক্ষরাও দুলে-
অসম্ভব জাদুময় ঝিরঝির সুরে হারাই পুরোটা কবিতার খাতা।


সবুজ পাতা-সজ্জিত পালঙ্ক ওড়ে-আরো ওড়ে।
বড়ই অবাক-আমি নির্মিত হলাম তোমার রাজ্যে কবি বংশের
কোনো মূর্তির আদলে। বিজয়ের আনন্দে আশীর্বাদ-
তুমি থাকো পরম মমতায়, মনপ্রাণে মঙ্গলে।



No comments

FACEBOOK COMMENT