DEHLIJ

ওমর কায়সার

সিকিমের শীতে

ওমর কায়সার



সারারাত অনিদ্রার সাদা সাদা হিমের ভেতর

কে যেন বিরামহীন বাজিয়েছ বীণা

তার নির্জন উল্লাসে উপত্যকা জুড়ে

পেখম মেলেছে এক মগ্ন ব্যালেরিনা।


যাবতীয় সীমানা শৃঙ্খলা ভেঙে ভেঙে

সকল অহিংসা আজ তিস্তার ঢেউয়ের সাথে

ছুটে আসে সালুনের সৌরভের দিকে

সেই নির্জন নর্তকীর বিষন্ন সাক্ষাতে।


লাচুং প্রস্তুত থাকে পর্বতের শুভ্র গালিচায়

অতিথি বরণ করে অলৌকিক বীণার সংগীতে

রডোডেনড্রনের পাপড়ি একে দেয় কপালের টিপ

কবোষ্ণ নদীর ধারা জন্ম নেয় সিকিমের শীতে। 



আরও একটি নতুন নদী! 


পৃথিবীতে কোনো কী নতুন নদী জন্ম নেবে আর ?

গিরিসঙ্কটে সর্পিল পাকদণ্ডি বেয়ে যেতে যেতে মনে হয় 

হয়তো কোথাও এখনো লুকিয়ে আছে  

ইউমথাংয়ের মতো সন্তানসম্ভবা কোনো করুণ পর্বত। 


পাথুরে শরীর থেকে বরফের মতো অভিমান ঝেড়ে ফেলে দিলে 

একদিন কান্নার মতো কল্লোলিত হবে শিশুধারা। 

অথবা ডোংখোর পাশে সোলোমো হ্রদের ধারে 

তিস্তার নবীন সহোদরা আবির্ভূত হবে কি কখনো? 


আরো এক বুনো নদী পাবো কি এমন?

শত শত ঝরনার স্তন্যে পুষ্ট 

অরণ্যের আদরে আদরে

পাথরে পাথরে অলীক মুদ্রায় পাগলিনী নেচে নেচে কাটাবে শৈশব

তিস্তার অনুজা-হয়তো সারদা হবে তার নাম। 


মানচিত্রহীন এক নদী,

ভূগোলের রাজনীতি থেকে দূরে

বাঁধ-ভাঙা স্রোতে নিজের প্রবাহ রেখে

জলবণ্টনের কূটনীতি বামে রেখে বহু বহু সীমান্ত ডিঙিয়ে

বাংলা গানের মতো বয়ে যেতে যেতে 

একদিন বিবাহযোগ্যা হবে সমুদ্রের সাথে।  


No comments

FACEBOOK COMMENT