DEHLIJ

কামরুল বাহার আরিফ

খেজুর রসের জাউ

কামরুল বাহার আরিফ





খেজুর রসের জাউ, তুমি কি আর খাও?
কেমন করে পাও!
আউশ চালের ধান, রঙের অবদান
স্বাদে জুড়ায় জান!
সাথে নারকেল কুরা, ছেলে কিম্বা বুড়া
পেটটা করে পুরা—
হাওয়ায় ওড়ে তারা, তাড়ারে শীত তাড়া
সকাল দুপুর সারা।
বিকেল শেষে গান, হেসেল ঘরের প্রাণ
নানান পিঠার ঘ্রাণ।
হেঁসেল ঘরে কারা, মা চাচি পিসিরা
আসবে গোটা পাড়া।
ঢেঁকিগুলো কই, কোথায় হইচই
আয়রে সখা সই
পারা ঢেঁকি পারা, আছে যে খুব তাড়া
ভরছে পিঠার ভাড়া।


কোথায় আউশ চাল, মরছে নদী খাল
বাড়ছে জমির আল—
বাড়ছে মানুষ আরও, সময় নাইতো কারও
ধার ধারে না কারও
ঢেঁকি ঘরও খোড়া, দীর্ঘশ্বাসে মোড়া
যুগের কপাল পোড়া।
আপনতার বাড়ি, কোথায় সে শুকসারি
আর ফেরাতে পারি?




গোলপাতার ঘর থেকে

 


রূপসার ঢেউ নিয়ে আমাকে ভিজিয়ে যেও
আমি ভালোবাসার কুয়াকাটা নিয়ে
সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি
এসো, আমাদের গান লিপিবদ্ধ করি আকাশের ক্যানভাসে
চেয়ে দেখো, ফাতরার ম্যানগ্রোভ থেকে
এক এক করে আমাদের ইতিহাস অঙ্কুরিত হচ্ছে
ইতিহাসের অক্সিজেন থেকে বিশুদ্ধ
পাঠ নিচ্ছে পাখিরা, লাল লাল কাঁকড়ারা
চলো, কিছুক্ষণ হিংস্র হই ভালোবাসার অবাধপ্রান্তে


আমাদের সুর নিয়ে নতুন করে কম্পোজ হোক
আগামীর সকল প্রেম-তন্ত্রীতে
রূপসার ঘোলা জলে গোলপাতার ঘ্রাণ
আমার পূর্বপুরুষেরা গোলপাতার ঘর থেকে
যে ইতিহাস রচনা করেছিল, আমি তারই অংশ।

No comments

FACEBOOK COMMENT